![]() |
|
|
News Details
-:সমাবর্তন সম্পর্কিত বিজ্ঞপ্তি:-দি মিলেনিয়াম ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের অনুরোধের প্রেক্ষিতে ১ম সমাবর্তনের রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০নভেম্বর ২০১৯ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে। যেহেতু রেজিষ্ট্রেশন ডেট বাড়ানো হলো সুতরাং সমাবর্তনের পূর্ব নির্ধারিত তারিখ ৩০ নভেম্বর ২০১৯ পরিবর্তন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের তারিখ পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করছে। গ্রাজুয়েটদের অবশ্যই ২০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। এর পরে আর ডেট বাড়ানো সম্ভব হবে না! রেজিস্ট্রেশন ফি -* মাস্টার প্রোগ্রাম ৮,০০০/-(আট হাজার) টাকা।* ব্যাচেলর প্রোগ্রাম ৭,০০০/-(সাত হাজার) টাকা। * অতিরিক্ত সার্টিফিকেট: ৩,০০০/-(তিন হাজার) টাকা। ( যেমনঃ ব্যাচেলর+মাস্টার=৭,০০০/- + ৩,০০০/- এবং মাস্টার + মাস্টার=৮,০০০/- + ৩,০০০/-) * অতিথি (জনপ্রতি): ৩,০০০/-(তিন হাজার) টাকা। সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও পরবর্তীকালে মূল সার্টিফিকেট গ্রহণে উপরোক্ত ফি প্রযোজ্য হবে। নিয়মাবলীঃ* নির্ধারিত ফি প্রদান করে ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট ফরম পূরণ করে (২ কপি ছবিসহ) জমা দিতে হবে এবং স্টুডেন্ট কপি সংগ্রহ করতে হবে। * ফরমের সাথে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং প্রভিশনাল সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। যোগাযোগের সময় -প্রতিদিন অফিস চলাকালীন (শুক্রবার থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা) । ![]() |
More News
![]() Examination Notice ![]() বেগম খোরশেদা বানুর মৃত্যু বার্ষিকী। সরকারী নিদের্শনা অনুযায়ী ০৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ![]() সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ১৮ থেকে ৩১ মার্চ ![]() সমাবর্তন সম্পর্কিত তথ্য ![]() সমাবর্তন ![]() শোক সংবাদ ![]() ANNUAL PICNIC ![]() -:সমাবর্তন সম্পর্কিত :- ... ![]() -:সমাবর্তন সম্পর্কিত :- ... ![]() ANNUAL SPORTS ... ![]() -:সমাবর্তন সম্পর্কিত বিজ্ঞপ্তি:- ... ![]() ১ম সমাবর্তন অনুষ্ঠানে রেজিস্ট্রেশন ... সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের ... ![]() The Millennium University ... ![]() Independence Day 2018 |